নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে সিলেটে। দুপুর ২টা থেকে নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
এর মধ্যে এক যুবকের দিকে সবার দৃষ্টি গেল। ওই যুবক তার বুকে 'খালেদা জিয়ার মুক্তি চাই' লিখে সমাবেশস্থলে এসেছেন। তবে যুবকের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
সমাবেশে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ শাহজাহান, সুলতান মোহাম্মদ মনসুর, মাহমুদুর রহমান মান্না প্রমুখ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত