বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছিয়ে যাবার রাস্তা নেই। তাই 'ডু অর ডাই' আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ।
বুধবার দুপুরে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তৃতাকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব