জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জড়ো হতে শুরু করেছেন ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা। তবে সমাবেশে যোগ দিতে আসা গাড়িবহর মাঝপথে আটকে দেওয়ার অভিযোগ ওঠেছে।
সিলেট ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বুধবার দুপুরে সমাবেশ মঞ্চের মাইকে এমন অভিযোগ করেন।
তিনি বলেন, জৈন্তাপুর থেকে ৪/৫টি বাস নিয়ে এই সমাবেশে আসার জন্য রওয়ানা করেছিলেন নেতাকর্মীরা। তবে পুলিশ তাদের বাস পথেই আটকে দেয়। তাদের সমাবেশে আসতে দেয়নি। এভাবে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সিলেট ঐক্য ফ্রন্টের সমন্বয়ক।
প্রসঙ্গত, রেজিস্টারি মাঠে বেলা ২টা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরুর হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। এই রিপোর্ট লেখার সময় স্থানীয় নেতারা মঞ্চের মাইকে বক্তব্য রাখছেন।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব