ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ‘ইংলিশ ফিয়েস্তা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইংরেজি জানার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে, চর্চার মাধ্যমে ইংরেজি ভাষা পড়া, লেখা, শোনা ও বলার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষা ছাড়া ক্যারিয়ারে এগিয়ে যাওয়া খুবই কঠিন। ইংরেজি ভালোভাবে আয়ত্ত করাটাও একটা সম্পদ।
ইংরেজি বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহরিয়ার তালুকদার ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মোহাম্মদ নাহিয়ান মোরশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আতিকা নওশীন রাইসাসহ ২০২৩-২০২৪ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির নাম ও প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ