হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবে বায়োকেমিক্যাল এ্যানালাইজার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ৩টায় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (ভিএএস) সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিএএস অনুষদের সম্মানিত ডিনি প্রফেসর ড. উম্মে সালমা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. হারুন-উর-রশীদ।
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ ও কেন্দ্রীয় গবেষণাগারের ইনচার্জ প্রফেসর ড. মো. ইয়াছিন প্রধান বক্তব্য প্রদান করেন ।
উপাচার্য বলেন, আজকের এই বায়োকেমিক্যাল এ্যানালাইজার হস্তান্তর হলো সক্ষমতার প্রাথমিক ধাপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সাধারণ জনগণ সেবা পাবেন। তিনি বলেন, আমাদের যা সামর্থ্য আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল