মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
বিজয়ের মাসে ১৩৭ জন মানুষের মাঝে শীতের পোশাক হুডি ও সোয়েটার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ও আশপাশের সমাজের বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন।
কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা ও গবেষণার পাশপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতির জন্য কাজ করে আমাদের সংগঠন। এ ধরনের সেবামূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ধন্যবাদ উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী। আরো ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডকে এই শীতে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারীদের পাশে দাঁড়ানো জন্য। তাদের এ কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। আজকের এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী স্বার্থক হোক এই কামনা করি।
এসময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর কবির, বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথিলা নাজনীন, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ও সহকারী প্রক্টর রনি হোসাইন।
এ অনুষ্ঠানের সফলতা কামনা করেন সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির, বিশ্বসেরা বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এম মামুন , গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদ আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার, ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান ও সিনেট সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. আনোয়ার খসরু পারভেজ।
উল্লেখ্য, 'কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড' ২০১৯ সালে প্রথম উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তাদের কার্যক্রম শুরু করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উৎসব, করোনা মহামারি ও শীতের উষ্ণতা ও শুভেচ্ছা বিনিময়ের জন্য বিভিন্ন উপহার প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলদ গাছ বিতরণ করে আসছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ