রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৬৭ বছরে প্রথম নারী ডীন নির্বাচিত হয়েছেন অধ্যাপক নাসিমা আখতার। বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করে তিনি।
জানতে চাইলে অধ্যাপক নাসিমা আখতার বলেন, আমরা প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে অবস্থান করছি। সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে অনুষদের উন্নয়নে কাজ করব। যাতে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যেতে পারে।
জানা গেছে, ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অথরিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডীন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধে চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ছয়জন প্রার্থী জয় লাভ করেছেন। এদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে নির্বাচিত হয়েছেন গনিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতার। অন্যদিকে চারটি অনুষদে বিএনপি-জামায়াত মনোনীত এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপিপন্থী) ডীন হিসেবে জয়লাভ করেছেন। তবে ১৯৫৬ সালে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠার পর এই প্রথম কোন নারী শিক্ষক ডীন হিসেবে নির্বাচিত হলেন।
বিডি প্রতিদিন/হিমেল