দেশি-বিদেশি শিক্ষার্থীদের মাঝে আন্তর্জাতিক পাঠ্যক্রমনুসারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বাংলা কবিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
মিডল স্কুল বিভাগে নাজিফাহ তাসনিম তাবাসসুম তার ‘জন্মভূমি’ কবিতার জন্য বিজয়ী হয়েছেন এবং ওয়াফা জাহান শাকিরা তার ‘ভালোবাসার বাংলাদেশ’ কবিতার জন্য হাই স্কুল বিভাগে বিজয়ী হয়েছেন। স্কুলটির বাংলা বিভাগ আয়োজিত বিজয় দিবসের সমাবেশে তাদের পুরস্কৃত করা হয়।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা গানের সাথে ‘স্বাধীনতার সুখ’ কবিতা আবৃত্তি করে এই উদযাপনে যোগ দেয়। ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস তুলে ধরে ‘হৃদয় আমার বাংলাদেশ’ শিরোনামে একটি গীতনাট্য পরিবেশন করে।
বিডি প্রতিদিন/এমআই