আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার এআইইউবিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এআইইউবি’র প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন সেমিনারের উদ্বোধন করেন। প্রধান বক্তা রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক কোরিয়ান ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। তিনি কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের সফলতা কামনা করেন।
এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান তার ধন্যবাদসূচক সমাপনী বক্তৃতায় সেমিনারের প্রধান বক্তা রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক’কে তার অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ং-মিন সিও ও এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ডুলসি লামাগনা মজুমদার।
অনুষ্ঠান শেষে কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক এবং ফার্স্ট সেক্রেটারি ইয়ং-মিন সিও’কে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এই সেমিনারের মাধ্যেমে এআইইউবি শিক্ষার্থীরা কোরিয়ান সংস্কৃতি জানা ও শেখার সুযোগ পায়। অনুষ্ঠানে কোরিয়ান দূতাবাসের প্রতিনিধিগণ, এআইইউবি’র রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দসহ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই