দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি 'রূপায়ণ সিটি উত্তরা'য় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। ’
রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুইটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। ’
ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ণ গ্রুপের সঙ্গে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। ’
বিডি প্রতিদিন/হিমেল