পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের কোর্স ওয়ার্ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীদের জনসংযোগ ও সম্প্রচার কৌশল কোর্সের ৩টি ব্যবহারিক কাজ এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীরা ডিজিটাল পিআর থিমে ইন্সটিটিউশনাল ব্র্যান্ডিং টুল, বিভাগীয় প্রমো ভিডিও ও সম্প্রচার কৌশল এবং প্রযুক্তি কোর্সের অধীনে ‘আনন্দ আছে কোথায়’ বিষয়ক ব্যতিক্রমী একটি টক-শো পরিবেশন করা হয়।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক দিলরুবা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সভাপতি জুয়েল দাশ।
অনুষ্ঠানে বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিবুল ওয়াদুদ আলম, প্রভাষক তাসলিমা আক্তার ইরিনসহ সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল