ভূমিকম্পের কারণে ঘুম ভেঙে কাঁচ ভাঙার শব্দে আতঙ্কিত হয়ে ঢাবির সূর্যসেন হলের দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মিনহাজুর রহমান (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
পা ভেঙে এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মিনহাজুর ইসলামী হিস্টরি এন্ড কালচারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন সূর্যসেন হলে। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
আহত শিক্ষার্থী মিনহাজুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার ডান পা ফ্র্যাকচার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বিডিপ্রতিদিন/এমআই