জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির সপ্তম মেধাতালিকা এবং ষষ্ঠ মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে। সপ্তম মেধাতালিকায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় তিন ইউনিটে মোট ৪৯৮টি ফাঁকা আসনের বিপরীতে মনোনয়ন পেয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তম মেধাতালিকায় বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে ৪১৫, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ৭০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ইউনিটে ১৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।
সপ্তম মেধাতালিকায় বিজ্ঞান বিভাগ ‘এ’ ইউনিটে ৬ হাজার ২২২, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ২ হাজার ২৯৭ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ৯১৯ পর্যন্ত থাকা শিক্ষার্থীরা ভর্তির জন্য সাবজেক্ট পেয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১১৫৫টি আসন, ‘বি’ ইউনিটে ৮৫০টি আসন ও ‘সি’ ইউনিটে ৬১০টি আসন রয়েছে। ‘এ’ ইউনিটে প্রতিটি আসনে লড়াই করেছেন ২২ জন, ‘বি’ ইউনিটে ১২ জন এবং ‘সি’ ইউনিটে আসন প্রতি লড়াই করেছে ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এদিকে, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আদালতে করা এক রিটের পরিপ্রেক্ষিতে আজ থেকে সপ্তম মেধাতালিকার সকল কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
উল্লেখ্য, এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন।
বিডি-প্রতিদিন/বাজিত