জঙ্গি হামলা নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, শোকাবহ এই দিনে ক্যাম্পাসে সিনেট ভবন থেকে শোক র্যালি নিয়ে হত্যাকাণ্ডস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এই অধ্যাপকের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক প্রকাশ করে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সেদিন ঘাতকের নির্মম হত্যার শিকার হয়েছিলেন এই প্রবীন অধ্যাপক। তার মৃত্যুতে সৃষ্টি হয়েছে এক নির্মম ইতিহাস। যা অত্যন্ত বেদনার। তাই এই অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তররে প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীন অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে হত্যা করে জঙ্গিরা। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন। দীর্ঘদিন বিচার কার্যক্রম শেষে দুই জঙ্গিকে যাবজ্জীবন ও ছয়জনকে খালাস দেয় আদালত।
বিডি প্রতিদিন/হিমেল