নারী-পুরুষ নির্বিশেষে সকলের ক্ষমতায়ন করাই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বুধবার রাজধানীর মিরপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে ১৯৭১ সালে সবুজে-শ্যামল বাংলাদেশ সৃষ্টি করলেন বঙ্গবন্ধু। বিশ্বের শোষিতের গণতন্ত্রের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটালেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নতুন স্বপ্ন বুনলেন।
তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে তার মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্জন পল্লীতে রেখে আসল। তারা মনে করেছিল, বঙ্গবন্ধুকে নির্জন পল্লীতে রেখে আসলে কেউ তাকে স্মরণ করবে না। কিন্তু ঘটেছে উল্টো।
বিডিপ্রতিদিন/কবিরুল