২০২১ সালের স্প্রিং, সামার ও ফল সেমিস্টারের ফলাফলে সর্বোচ্চ জিপিএ ও নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২১’ প্রদান করা হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির ১২ শিক্ষার্থী পেয়েছে উত্তরা ভাইস চ্যান্সেলর অনার-২০২১। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের IQAC সেমিনার হলে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২১’ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করবেন উত্তরা ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, ট্রেজারার, উপদেষ্টা, সকল ডিন, রেজিস্ট্রার, সকল চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিরেক্টর (IQAC), অ্যাডিশনাল রেজিস্ট্রার, প্রক্টর ও পরিচালক (অর্থ ও হিসাব)।
বিভিন্ন বিভাগ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২১’ পেলেন যারা, জান্নাতুল মাওয়া (বিবিএ), ফাতেমা হোসেন (এল.এল.বি অনার্স), শেখ ইয়াস সান (ইসলামিক স্টাডিজ), ফাহিয়ুন সুলতানা (বি.এ অনার্স বাংলা), কাকন আক্তার রিংকু (বি.এ অনার্স ইংলিশ), সুমন ইসলাম (বিএসসি ইন সিএসই), রাজন দাশ (বিএসসি অনার্স ইন ম্যাথ), মুনিরা আক্তার (বিএসসি ইন ইইই), আবু নাইম (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-ইভিনিং), তানিয়া হাজেরা চৌধুরী (বিএসসি ইন এফডিটি), তানিয়া খানম (বিএড, অনার্স) ও মো. আনিসুর রহমান (বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-ইভিনিং)
বিডি প্রতিদিন/এমআই