বিএএফ শাহীন কলেজ ঢাকা স্কুল শাখার বৃহত্তম ক্লাব 'বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটেরেচার ক্লাব' কর্তৃক আয়োজিত হয় থিসেরাস ৩.০ ইভেন্ট।
আয়োজনটি ১১ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর আয়োজন করে স্কুল ক্লাবটি। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ছিলো ইংরেজি ভাষার উপর মোট ৭টি সেগমেন্ট যেখানে অংশ নেয় দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী। এই সেগমেন্টগুলোতে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইংরেজি দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।
১১ ডিসেম্বর প্রতিযোগিতরি আয়োজন করা হয় যেখানে অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর ১৩ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিনে বছর শেষ উপলক্ষ্যে ক্লাবটির প্যানেলে পরিবর্তন আনা হয় এবং 'প্যানেলের' নতুন সদস্যদের 'স্কার্ফ' ও 'আর্ম ব্যান্ড' পড়িয়ে দেন বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেইন এ কে এম আব্দুর রাজ্জাক। পাশাপাশি বিজয়ীদের হাতে 'সনদপত্র' এবং 'সম্মাননা স্মারক' তুলে দেন অধ্যক্ষ এবং স্কুল শাখার ইংরেজি মাধ্যমের প্রধান শিক্ষিকা হুমায়রা করিম।
করোনা মহামারী প্রাণ কেড়ে নেয় স্কুল শাখার এক শিক্ষক 'মাসুম বিল্লাহ'র। আর তাই তাকে স্মরণে ক্লাবটি আয়োজন করে একটি লিখনী প্রতিযোগীতা। আর সেই লেখাগুলো দিয়ে বানানো হয় একটি বোর্ড। আর সেই লেখনী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া ছাড়াও তাকে নিয়ে লেখা বোর্ডটি তার পরিবারকে মঞ্চে ডেকে প্রদান করা হয়। পাশাপাশি পূর্বের ক্লাব কর্তৃক আয়োজিত নানান প্রতিযোগীতার বিজয়ীদেরও পুরস্কার রুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ ইংরেজি মিডিয়ামের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মঈনুল হক ও স্কুল শাখার ইংরেজি মাধ্যমের প্রধান শিক্ষিকা হুমায়রা করিম। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকরাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ক্লাবটির মডারেটর 'স্কুল শাখার' সিনিয়র শিক্ষক মাহবুব আলম।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন অতিথি ছাড়াও শিক্ষার্থী এবং অভিভাবকরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ও সংগীত পরিবেশনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ মঞ্জু