ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ৮টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ছাত্রদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর কলেজমাঠে টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল/আসাদ