মহান বিজয় দিবস সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘রক্তে রাঙা বিজয় আমার ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসি প্রাঙ্গনে এ অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতি বছর মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ‘স্লোগান'৭১ তিন দিনব্যাপী এ আয়োজন করে। পরিবেশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ‘সময়ের বুকে ক্ষত জমে আছে’।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধন ঘোষণা করেন টিএসসির উপদেষ্টা ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিকদার মনোয়ার মুর্শেদ। আয়োজন দেখতে ডিসেম্বরের শীত উপেক্ষা করে টিএসসি’র পায়রা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র শিক্ষক কেন্দ্রের উপপরিচালক নজির আহমদ সিমাব, স্লোগান-৭১ সভাপতি নাজিমুদ্দিন মোহাম্মদ শুভ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিয়ানুর রশিদ আদিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জয় দাস, কোষাধ্যক্ষ ইশরাক সাব্বির নির্ঝর, আইটি সোসাইটির সভাপতি মোহাম্মদ নাজমুস সাকিব, ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রজত পাল, হিমু পরিবহনের সাধারণ সম্পাদক তুষার চৌধুরী ও নাট্য সংসদের সভাপতি লিপটন ইসলাম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবির