রাত পোহালেই বিজয়ের আনন্দে মেতে উঠবে পুরো বাঙালি জাতি। আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডের জন্ম হয়।
বিজয় দিবস উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি সকল স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিজয়ের অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) থাকছে দিনব্যাপী নানা আয়োজন। যার মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন। এছাড়া সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
বিজয়ের ৫১তম দিবস উপলক্ষে লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো ক্যাম্পাস। বিশেষ করে ক্যাম্পাসের প্রধান ফটক, গুচ্ছ ভাস্কর্য, প্রশাসনিক, ভাষা শহীদ রফিক, বিবিএ, বিজ্ঞান অনুষদ, কলা অনুষদসহ পুরো অবকাশ ভবনের আলোকসজ্জায় নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের।
এদিকে বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের আলোকসজ্জায় পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছবি, ভিডিওসহ সহপাঠীদের সঙ্গে বিজয়ের ক্ষণে আড্ডায় মেতে উঠেছে।
বিডি প্রতিদিন/এমআই