আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে, সূর্যোদয়ের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
বিজয়ের ৫১ তম দিবস সামনে রেখে রং ধনুর সাত রঙে সাজানো হয়েছে পুরো জাহাঙ্গীর নগর ক্যাম্পাস। নানা রঙের আলোকসজ্জায় গাছপালার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লাল ইটের দালানের ক্যাম্পাস।
বিডিপ্রতিদিন/কবিরুল