আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে আসছে বছরের জন্য শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থী সাদা দল তাদের নিজেদের প্যানেল নির্ধারণে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। অনুষদ পর্যায়ে উভয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
উভয় দলের নেতৃস্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় তো বটেই, দেশের রাজনৈতিক প্রেক্ষিতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্বাচনী বছরকে সামনে রেখে এবারের নির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে উভয় দলই শিক্ষক সমিতি’র নির্বাচনকে গুরুত্বের সাথে নিচ্ছেন। তবে, পূর্বের শিক্ষক সমিতি, সিন্ডিকেট সদস্য অথবা সিনেট নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে নীল দলের প্রার্থীরাই একচেটিয়া জয় লাভ করেছেন। আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নীল দলের প্যানেলে আলোচনা যারা:
আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নীল দল শিক্ষক সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করছে। বিগত বছরের নির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে। গতবছর ১৫টি পদের ১৪টিতেই জয় লাভ করে নীল দলের প্রার্থীরা।
গতবছরের প্রার্থীদের অনেকেই এবছরও দলের মনোনয়ন চেয়েছেন। সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া মনোনয়ন চেয়েছেন বলে জানা গেছে। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান একই পদে প্রার্থী হতে আগ্রহী।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিন নীলদলের নেতৃত্ব দেওয়া টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া। তিনি গত বছর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া একই পদে প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে আছেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম, অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান সহ বিগত কমিটির আরো কয়েকজন। অবশিষ্ট পদগুলোতেও বিগত কমিটিতে থাকা অনেকে সুযোগ পেতে পারেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
সাদাদলের প্রার্থী কারা:
সাদাদলের পক্ষে শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি পদে অধ্যাপক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. মহিউদ্দীন নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।
নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের প্যানেল চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান আছে। অনুষদ পর্যায় থেকে মনোনীত প্রার্থীদের নাম সাধারণ সভায় এসেছে। আরও প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ১৭ তারিখের পর চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে। তিনি বলেন, গত বছর ১৫টি পদের মধ্যে ১৪টিতে নীলদল জয়লাভ করেছিলো। এবছর সবক’টি পদেই জয়ী হবো বলে প্রত্যাশা করছি।
এদিকে, গত নির্বাচনের চেয়ে ভালো ফলাফলের আশা করছেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান। তিনি বলেন, আমরা প্যানেল চূড়ান্ত করতে কাজ করছি। যথাসময়ে প্যানেল জমা দেওয়া হবে। দেশের রাজনৈতিক পরিবেশ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে আরও ভালো ফলাফল আশা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন