বাংলালিংক বিশ্বকাপ কার্নিভাল ফুটসাল ফেস্ট ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের (এআইইউবি)। গত ১১ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এআইইউবি।
এই টুর্নামেন্টে এআইইউবি বিগত ম্যাচগুলোতে নর্দান ইউনিভার্সিটিকে (৯-১), ব্র্যাক ইউনিভার্সিটিকে (৩-০) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (২-১) গোলে পরাজিত করে। দিনব্যাপী বাংলালিংক বিশ্বকাপ কার্নিভাল ফুটসাল ফেস্ট ২০২২ ঢাকাস্থ সানভ্যালী বারিধারার নুটমেঘ ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/এএম