জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
শুরুতে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও সকালে রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে নাট্যকলা বিভাগের উদ্যোগে "স্যার একটু বাইরে আসবেন "- " স্টপ জেনোসাইড " একটি বিশেষ নাটক এবং বিবিএ ভবনের নিচে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ চিত্রকর্ম প্রদর্শিত হয়। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই