জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত ১০তলা বিশিষ্ট ছয়টি আবাসিক হলের নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য এ বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ছয়টি হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন-বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার।
এছাড়া জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক যুগল কৃষ্ণ দাসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সেখানে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুরশেদা বেগমকে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ছয়টি হলের নামকরণ এখনো করা হয়নি। নামকরণ ও উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। তিনি যেইদিন চাইবেন, সেইদিন উদ্বোধন ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই