রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর আগেই। কিন্তু দীর্ঘ এই সময়েও নতুন কমিটি দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুধু ব্যর্থই নয়, দীর্ঘ এই সময়ে নতুন কমিটি দেয়ার জন্য নূন্যতম কোনো ধরনের উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় ছাত্রলীগ।
তবে নতুন কমিটির দাবিতে এবার আন্দোলনে নেমেছে স্বয়ং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় ট্রেন্ড থেকে নতুন কমিটির দাবিতে এক মৌন মিছিল বের করেন তারা। মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
এসময় নতুন কমিটিতে সভাপতি/ সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মো. মেজবাহুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম সরকার (ডন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়, সদস্য মিরাজ হোসেন, সোহেল রানা সাগর, লতিফ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১১ ডিসেম্বর ১ বছরের জন্য ২৫১ জনের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয় হয়েছেন ২৩১ জন। বিবাহ, চাকরি ও অন্যন্য কারণে অন্যত্র চলে গেছেন তারা। মাত্র ২১ জন সিনিয়র পদধারী নেতাসহ নতুন কর্মীদের নিয়ে পাঁচবছর ধরে চলছে মেয়াদোত্তীর্ণ এই কমিটি। চার বছর আগে মেয়াদ শেষ হলেও নতুন কমিটির বিষয়ে কোন উদ্যোগ না নেয়াতে নতুন নেতৃত্ব যেমন গড়ে উঠছে না, তেমনি অভ্যন্তরীণ কোন্দলসহ বিভিন্ন গ্রুপিং ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ভেঙ্গে পড়ছে সাংগঠনিক কাঠামো। ফলে হতাশায় নিষ্ক্রিয় হচ্ছে অনেক কর্মী।
এ বিষয়ে নতুন কমিটিতে পদ প্রত্যাশী কাজী লিংকন বলেন, আজ থেকে আমাদের আনুষ্ঠানিক আন্দোলন শুরু হলো। এখন থেকে জাতীয় কোন প্রোগ্রাম ছাড়া বর্তমান কমিটির কোনো প্রোগ্রামে আমরা থাকবো না।
আরেক পদ প্রত্যাশী আসাদুল্লাহিল গালিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত বৃহৎ এই শাখার কমিটি মেয়াদ ৪ বছর আগে শেষ হলেও নতুন কমিটি না হওয়া দুঃখজনক। আমরা প্রত্যাশা করি, কেন্দ্রীয় ছাত্রলীগ অতি দ্রুত আমাদের নতুন কমিটির ব্যবস্থা করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত