মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রথমবার অনুষ্ঠিত হলো শহীদ শেখ জামাল স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হাবিপ্রবি প্রশাসনের আয়োজনে এবং দ্বি-চক্র সংগঠনের সহযোগিতায় হাবিপ্রবির তাজ উদ্দীন আহমদ হল সংলগ্ন খেলার মাঠ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।
ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করেন কৃষি অনুষদের শিক্ষার্থী অশেষ চাকমা, দ্বিতীয় স্থান অধিকার করেন কৃষি অনুষদের আরেক শিক্ষার্থী মনতোষ কুজুর এবং তৃতীয় স্থান অধিকার করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেপালি শিক্ষার্থী তেজেন্দ্র ভূষাল। এছাড়া নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দিশা সাহা। শিক্ষক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন দ্বি-চক্র সংগঠনের সদস্য আশরাফুল আলম নাসিম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
উল্লেখ্য, ম্যারথন দৌড়ে অংশ নেয় হাবিপ্রবির ১১৫ জন প্রতিযোগী। যেখানে ৯০ জন প্রতিযোগী নির্ধারিত সময়ের মাঝে দৌড় সমাপ্ত করতে সমর্থ হোন। শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিযোগিতায় অংশ নেন ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল