সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ঢাকায় আসার সময় নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় তার স্মরণে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টায় মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি গ্রেফতার চালক সাহাবুদ্দিন শিপনের দ্রুত বিচারসহ পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন তারা।
মোমবাতি প্রজ্বলনের সময় মাহফুজ নাফি নামে সাবরিনার সহপাঠী বলেন, সাবরিনার স্মরণে আমাদের আজকের এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, যেন সাবরিনা হত্যার জন্য দায়ীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে অতিসত্বর তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। যতদিন এ ব্যবস্থা না করা হবে, ততদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ চলমান থাকবে।
আব্দুর রাজ্জাক নামের আরেক শিক্ষার্থী বলেন, সড়কে যেন মৃত্যুমিছিল কমছেই না। অনেক মেধাবী শিক্ষার্থী এর বলি হচ্ছেন। এমন ঘটনায় বিচার হচ্ছে না বলে চালকরা সাহস পাচ্ছে। তাই সড়ক দুর্ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় শিক্ষার্থীদের নীরবতা পালন করতে দেখা যায়।
গত ১৮ ডিসেম্বর জবি শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতু পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে ঢাকায় আসার সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সোনাইমুড়ী হাইওয়েতে রাস্তা পার হওয়ার সময় মা ও খালাতো ভাইয়ের সামনে রং সাইড দিয়ে বেপোরোয়া গতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পালিয়ে যাওয়া গাড়ির চালক শাহাবুদ্দিন শিপনকে ঘটনার দিনই গ্রেফতার করে পুলিশ। এরপর রাতে তাকে তার গ্রামের বাড়ি সোনাইমুড়ীর মুলদি গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনায় তার বাবা মোর্তুজা ভূঁইয়া বাদী হয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সড়ক আইনে একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ