আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ-২০২২ এর নির্বাচন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ করা হবে।
এদিকে, নির্বাচন সামনে রেখে এরই মধ্যে প্যানেল চূড়ান্ত করে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার সাদা দলের একাধিক শিক্ষক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এদিকে, আভ্যন্তরীণ প্রক্রিয়ায় নিজেদের প্যানেল চূড়ান্ত করছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। আজ সোমবার নাগাদ তাদের প্যানেলও চূড়ান্ত হবে বলে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এবার সাদা দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম। সহ সভাপতি পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, যুগ্ম সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ১০টি সাধারণ সদস্য পদে লড়বেন, অধ্যাপক ড. আশেকুল আলম রানা, অধ্যাপক ড. এ এস এস আমানুল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক মো. লুৎফর রহমান ও সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।
এদিকে, নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের পক্ষে সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভুইঁয়া নির্বাচন করবেন বলে জানা গেছে। এছাড়াও সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এই পাঁচ প্রার্থী শিক্ষক সমিতির বর্তমান কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদগুলোতে পূর্বের প্রার্থীদের সাথে সাথে কিছু নতুন মূখও দেখা যাবে বলে নীলদলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এর আগে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নেয়নি সাদা দল। ফলে বিনাভোটেই সব পদের বিপরীতে জয় পেয়েছিল নীল দল।
বিডি প্রতিদিন/হিমেল