জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ টায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী।
নির্বাচনে সহ-সভাপতি পদে ইব্রাহীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে রওশন আলী, প্রচার ও দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে হেদায়েত উল্লাহ তুর্কী, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সুমন মিয়া এবং সদস্য পদে তিনজন মোক্তার হোসেন, মোরাদুজ্জামান ও এডভোকেট রঞ্জন কুমার দাস নির্বাচিত হন।
উল্লেখ্য, এ নির্বাচনে প্যানেল ছিল তিনটি। এর মধ্যে জহুরুল-কাদের প্যানেল সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন