স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর বিজনেস স্টাডিজ বিভাগের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক আলী আহসান। এসইউবির বিজনেস স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং ফল সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আলী আহসান তার ভাষণে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্ধিত উৎসাহ ও আনন্দ নিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার ব্যাপারে এই মুহূর্তে একইসঙ্গে দুটি কারণ তোমাদের সামনে উপস্থিত। প্রথমত স্কুল-কলেজে পড়াশোনার একটি স্তর ও পর্যায় শেষ করে তোমরা এখন উচ্চশিক্ষার নতুন ধাপে পা রেখেছ। দ্বিতীয়ত করোনার কারণে দীর্ঘদিন ঘরের আবদ্ধ পরিবেশে জীবন কাটিয়ে অনেকদিন পর বাইরে আসার সুযোগ পেয়েছ। এই উভয়বিধ কারণকে কাজে লাগিয়ে তোমাদেরকে এখন সর্বোচ্চ জীবনীশক্তি নিয়োজনের মাধ্যমে প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশোনায় ঝাপিয়ে পড়তে হবে। তবে এ পড়াশোনাকে শুধু শ্রেণিকক্ষের মুখস্থবিদ্যা এবং পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, জ্ঞান ও দক্ষতা অর্জনের চতুর্মুখী প্রয়াসের সাথে নিজেদেরকে যুক্ত করতে হবে। মোটকথা জ্ঞান ও দক্ষতায় যোগ্যতা ও সক্ষমতা অর্জনের পাশাপাশি একইসাথে তোমাদেরকে চৌকস ও সপ্রতিভও হয়ে ওঠতে হবে।
অধ্যাপক আলী আহসান তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে উৎসাহ ও অনুপ্রেরণাদানের পাশাপাশি এটিও স্মরণ করিয়ে দেন যে, চতুর্থ শিল্পবিপ্লবের উদারনৈতিক এ বিশ্বে নিজেদেরকে মেলে ধরবার পর্যাপ্ত সুযোগ যেমনি রয়েছে, তেমনি আবার রয়েছে উদারনৈতিক খোলাবাজারের এ চরম প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করাবার চ্যালেঞ্জও। আর সে চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদেরকে অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি নিয়মানুবর্তী ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনেরও অধিকারী হতে হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে, যা উপস্থিত সকলকে আনন্দ দেয়। সারাদিনের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসইউবির বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নিপা সাহা।
বিডি প্রতিদিন/হিমেল