করোনার কারনে স্থগিত থাকা বিভিন্ন পর্বের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ সাড়ে ৯ মাস পর সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক চূড়ান্ত (৮ম সেমিস্টার) পর্বের পরীক্ষা শুরু হয়ছে। এ দিন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ৮ম সেমিস্টারের স্থগিত পরীক্ষা ফের শুরু হয়। কেন্দ্রে প্রবেশের আগে স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা নির্ণয় করে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। হলে একটি বেঞ্চে একজন করে সিট ফেলা হয়। সকল শিক্ষার্থী ছিলেন মাস্ক পরিহিত। পরীক্ষা শুরুর পরপরই পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩টি কক্ষে শারীরিক দূরত্ব অনুসরণ করে সিএসই বিভাগের স্নাতক চূড়ান্ত (৮ম সেমিস্টার) পর্বের ৪৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ধারাবাহিকভাবে সকল বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি জানান, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পর দিন ১৮ মার্চ সরকার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। জন্মশত বার্ষিকী অনুষ্ঠানের আগের দিন ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ে সবশেষ ক্লাশ-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর করোনার কারনে দীর্ঘ সাড়ে ৯ মাস একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। সোমবার থেকে সেমিস্টার পরীক্ষা গ্রহনের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ৯ মাস পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আবারও শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ