খুলনার দিঘলিয়ায় ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আলতাফ হোসেন। তিনি একই শিক্ষা প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
মো. আলতাফ হোসেন ১৯৬৮ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ভীমকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি একই কলেজে পর্যায়ক্রমে সহকারি অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল ডিগ্রী লাভ করেন। বর্তমান পিএইচডি গবেষক। তিনি ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার নাট্যকার ও নাট্যশিল্পী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ