রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয় পতাকা বিকৃতি করে অবমাননার অভিযোগে নগরীর তাজহাট থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলাটি ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দিয়েছেন আদালত।
রবিবার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই আদেশ দিয়েছেন।
এর আগে, তাজহাট থানার ওসি আদালতে আবেদন করে রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দায়ের করার অনুমোদন দেওয়ার আবেদন করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আখতারুজ্জামান।
এদিকে, জেলা প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটির সদস্য মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম।
এছাড়া বেরোবির ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন অনুপস্থিতির প্রতিবাদে এবং মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননার প্রতিবাদে শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ মানববন্ধন সমাবেশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ড. তুহিন ওয়াদুদ ও শিক্ষক মশিয়ার রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক কর্মকর্তা বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতি করে অবমাননা করেছেন। এখন পর্যন্ত দায়ীদের গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
অবিলম্বে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, কাজ করেন না হলে স্থায়ীভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই