স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ জানুয়ারি থেকে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য জানান, আগামী ১৭ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মূল্যায়ন নম্বর ঠিক রেখে পরীক্ষার সময় ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় কমিয়ে আনা হবে। এছাড়া পরবর্তী সময়ে অন্যান্য ব্যাচের পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, কোনো শিক্ষার্থীর আবাসন সমস্যা থাকলে তা দেখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই