জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহতি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করার জন্য আমরা নিয়মিত বৃক্ষরোপণ করছি। আগামীবছর ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রাশেদ তালুকদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই