আন্তর্জাতিক মানের প্রকৌশল শিক্ষা নিশ্চিতকরণ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উদ্যোগে তিন দিনব্যাপী কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী, গবেষক ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ১২৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
আগামী ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সীমিত পরিসরে সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল মাধ্যমে কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) সম্মেলনে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের গবেষক-বিজ্ঞানীদের উদ্ভাবনী বিষয়বস্তু সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করা হবে।
এতে বর্তমান সময়ের গবেষণা ধারনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সোবাহান মিয়া, ড. জহির উদ্দিন আহাম্মদ, ড. মো. আবুল হাসেন, ড. মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মোহাম্মদ আব্দুল জলিল।
বিডি প্রতিদিন/আবু জাফর