ঘরে বসেই ওয়েবভিত্তিক সাস্ট ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা। এ সিস্টেমটি তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য কেন্দ্রের আইসিটি সেল।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপাচার্যের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এ ই-পেমেন্ট সুবিধার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, ক্রেডিট ফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বিকাশ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড ও সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীরা যে কোন সময় জমা দিতে পারবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার