মহান বিজয় দিবস উপলক্ষে ‘সংবাদপত্রে বিজয়গাঁথা’-শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর পায়রা চত্বরের সামনে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে, পুরো আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য। উল্লেখ্য, প্রদর্শনীতে তৎকালীন বিভিন্ন পত্রিকায় মহান মুক্তিযুদ্ধ ও চূড়ান্ত বিজয় অর্জনের সংবাদ সংবলিত শতাধিক আলোকচিত্র স্থান পায়। পরে সমিতির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এসময় প্রদর্শনীর আয়োজন করায় সমিতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ এবং তথ্য আদান প্রদান, সেটি চলমান থাকবে। কেননা একসময়ে এগুলো পত্রপত্রিকায় প্রতিফলিত হয়েছিলো, তখনকার পাঠক সমাজ এটি পাঠ করতেন, অনুধাবন করতেন। কিন্তু বর্তমান প্রজন্ম গবেষক ছাড়া কেউই এগুলো আগ্রহ ভরে দেখে না। এই প্রদর্শনীর মধ্য দিয়ে অগণিত দর্শক যারা এগুলো দেখবেন, খানিক সময়ের জন্য হলেও তারা মনস্তাত্ত্বিক দিক থেকে পূর্বের সেই মূল্যবোধ ফিরে যেতে পারবেন।
উপাচার্য বলেন, অনেকগুলো চিত্রে দেখা গেল সেই সময়ও ধর্মের নানা রকম অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিলো। আজকেও কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আছে, যারা নানাভাবে ধর্মের অপব্যাখা দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করে। সভ্যতার বিভিন্ন স্মারকসমূহ তাদের বিরুদ্ধে কথা বলে। তাই আমরা খেয়াল রাখবো, উগ্র অশুভ সাম্প্রদায়িক শক্তি অপব্যাখার কারণে যাতে কোনো অনভিপ্রেত ঘটনার উদ্রেক না ঘটে।
সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ তারা শুধু সাংবাদিক নয়, শিক্ষার্থীও। তাদের মাঝে পেশাদারিত্বের যে গভীরতা তা বহুমাত্রায় প্রবেশ করে। কেননা তারা অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশুনা করে, অন্যদিকে সাংবাদিকতাও করে। ফলে তারা ভবিষ্যত প্রজন্মের জন্য দিশারীর ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামূল হক ভুইঁয়া, সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সমিতির অন্য সদস্যবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ