বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে গৌরব ’৭১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা। মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের সহকারী অধ্যাপক ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র সভাপতি মো. এস্রাজ-উল-জান্নাত, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসলাম পারভেজ, যুগ্ম সম্পাদক প্রকৌশলী রুহুল আমীন, প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া, সরদার আবুল কালাম আজাদ, মো. নুরুজ্জামান, মামুনুর রশীদ জুয়েল, হাবিবুর রহমান, শামীম রেজা, সোনালী বিনতে শরীফ।
কর্মসূচি সঞ্চালনা করেন প্রকৌশলী মো. রুমেন রায়হান। কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার