হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত হয়েছে।
সোমবার সকালে কালোব্যাচ ধারন শেষে শহীদ মিনার বেদীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এর পক্ষে ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার পুষ্পমাল্য অর্পণ করেন।
অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানের পুরো সময় অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বৃদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ ছাড়াও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম খালেক্জ্জুামান রাজু।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ফারাজ উদ্দিন তালুকদার।
কে.বি.এম কলেজ দিনাজপুরর অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা সভাপতিত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কুইজ ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন সংগঠন দিবসটি উৎযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন