শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম নেতৃবৃন্দ একই সময়ে বুদ্ধিজীবীদের স্মৃতি তর্পণ করে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর