পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী।
সকাল সোয়া ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপাচার্যের নেতৃত্বে এক মৌন মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য সহ অন্যান্যরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর, বঙ্গবন্ধু পরিষদ, পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর