কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। পরিষদের অন্যান্যরা হলেন যুগ্ম সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ মিঞা, যুগ্ম সম্পাদক (মহিলা) ইতিহাস বিভাগের প্রভাষক সুমী আক্তার ও কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের প্রভাষক মো. গুলজার হাসান। শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচনের প্রধান কমিশনার প্রফেসর মো. মোশারফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
মোহাম্মদ শাহজাহান জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজের মতো জায়গায় কাজ করা যেমন আনন্দের, আবার চ্যালেঞ্জও রয়েছে অনেক। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলেজ উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো। সুন্দরভাবে পরিষদ পরিচালনা যাতে করতে পারি, তার জন্য কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৬ তারিখ ভোটার তালিকা প্রকাশ, ৯ তারিখ মনোনয়নপত্র জমা, ১০ তারিখ মনোনয়নপত্র বাছাই ও ১৩ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার