শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৬তম কমিটির অভিষেক ও ১৫তম কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন