'প্রকৃতির সান্নিধ্যে শিল্পীদের বসবাস' এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ডট আর্টিস্ট' গ্রুপের আউটডোর ক্যাম্প। দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের তরুণ ও প্রতিভাবান চিত্রশিল্পীদের নিয়ে গঠিত সংগঠন 'ডট আর্টিস্ট’ গ্রুপের এটি ৩০তম আউটডোর ক্যাম্প।
শীতকালীন অতিথি পাখি তাদের এবারের ছবি আঁকার বিষয়।
রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে তাদের কর্মসূচি। আজও সারাদিন চলবে ছবি আঁকার কাজ। আগামীকাল সকাল ১০টা থেকে দুইদিন ব্যাপী আঁকা ছবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী প্রদর্শনী।
ক্যাম্পের আহ্বায়ক দীপ্ত মোদক বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত