শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২দিনের ছুটি শুরু হবে। চলবে আগামী ৪ জানুয়ারি পযর্ন্ত। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শীতকালীন ছুটি ও যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এবং অফিসসমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি বলেন, ‘উপাচার্যের পরামর্শক্রমে এবং শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ