যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ক্যাম্পসে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:), অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, সিএসই বিভাগের প্রধান মোঃ সাদিক ইকবাল, ফার্মেসি বিভাগের প্রধান ড. লুবনা জাহান, আইন বিভাগের প্রধান দেওয়ান মোঃ আল-আমিন, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন, ইইই বিভাগের প্রধান সৈয়দ খালিদ রহমান এবং বিবিএ এর কো-অর্ডিনেটর মোঃ তুহিন হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।
এর আগে, মঙ্গলবার সূর্যোদয়ের সময় বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:) প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ