কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরকিান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এর মধ্যে যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু তাহের ও এআইবিএসের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম এম. মাতবর।
আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল