নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।
পরে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ- ৭ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী’র উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। আলোচনা সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
উপাচার্য বলেন, আবার যদি আমাদের দেশে কোন যুদ্ধের প্রয়োজন হয়, প্রধানমন্ত্রী যদি কোন যুদ্ধের ডাক দেন তাহলে প্রথমে যাবে ছাত্রলীগের সৈনিকরা। ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হওয়ায় স্বাধীনতা বিরোধীদের গায়ে এখন জ্বালা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সভাপতি তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মো. আশরাফ আলী খান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। এছাড়া আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষক সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. সুজন আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মার্জিয়া আক্তার ও থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগীত বিভাগ। সবশেষে যাত্রাপালা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পরিবেশিত হয়। পালাকার ড. আমিনুর রহমান সুলতান, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আল্ জাবির নির্দেশিত যাত্রাপালাটির পরিবেশনায় ছিল থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এছাড়া দিনব্যাপী শিক্ষক-কর্মকর্তাদের মাঝে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক